বাংলাদেশিসহ বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ ও ওমরাহ পালনের সুযোগ আবার তৈরি হলো। করোনার সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া সাপেক্ষে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি সরকার। 

আগামী ১০ আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবেন। টিকা নেওয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে সোমবার থেকে ওমরাহর আবেদন নেওয়া হবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের এই সুযোগ দিতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, ওমরাহ পালনের জন্য সৌদি ও বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে। টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের মুসল্লিদের দেশটিতে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে। মুসল্লিদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নিতে হবে। এসব টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না। বিদেশ থেকে যাওয়া প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সেইসঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্য নির্দেশিকা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই মুসল্লিদের দেশটিতে যেতে হবে।

ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন ছাড়া অন্য দেশের মুসল্লিরা সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। উল্লেখিত ৯ দেশ থেকে কোনো মুসল্লি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে তাদের তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে করে তারপর যেতে হবে। কেউ চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজ নিয়ে থাকলেও তাকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

করোনা মহামারি শুরুর আগে সারাবিশ্বের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করতেন। ২০১৯ সালে এক কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ওমরাহ বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে হজও সীমিত করে সৌদি সরকার। এ বছর সৌদি আরবসহ দেশটিতে অবস্থানরত ১৫০টি দেশের ৬০ হাজার মুসল্লি হজে অংশ নেন।