- বাংলাদেশ
- সাবেক চেয়ারম্যানসহ ৩৪ জনকে তলব করেছে দুদক
এফএএস ফাইন্যান্সে পি কে হালদারের দুর্নীতি
সাবেক চেয়ারম্যানসহ ৩৪ জনকে তলব করেছে দুদক

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে পি কে হালদারের দুর্নীতির ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও ১৪ জন পরিচালকসহ ৩৪ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক উপ-পরিচালক ও পি কে হালদারের দুর্নীতি অনুসন্ধান টিমের নেতা গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে তাদের ডাকা হয়।
দুদক সূত্র জানায়, ওই ৩৪ জনের মধ্যে ১২ জনকে আগামী ১৬ আগস্ট, ১৭ আগস্ট আরও ১২ জনকে ও ১০ জনকে ১৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
১৬ আগস্ট যাদের ডাকা হয়েছে তারা হলেন- এফএএস ফাইন্যান্সের সহকারী ব্যবস্থাপক নিয়াজ আহমেদ ফারুকী, দিপক কুমার চক্রবর্তী, সাবেক এসভিপি-করপোরেট ফিন্যান্স অ্যান্ড রিকভারি ও আইন বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, শাখা ব্যবস্থাপক তানভির আহমেদ কমল, ভিপি- আইসিসি অ্যান্ড রিকভারি প্রধান মো. মনির হোসেন, সিনিয়র অফিসার মৌসুমী পাল, ম্যানেজার আহসান রাকিব, সাবেক সিনিয়র অফিসার তাসনিয়া তাহসিন রোজালিন, ভাইস প্রেসিডেন্ট মীর ইমাদুল হক, সাবেক ভিপি মো. মনিরুজ্জামান আকন্দ, সাবেক এসভিপি ও এসএমই ফিন্যান্সের প্রধান মো. আজিমুল হক ও সাবেক এসইভিপি ও সিএডির প্রধান প্রাণ গৌরাঙ্গ দে।
১৭ আগস্ট যাদের ডাকা হয়েছে তারা হলেন- সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক গাজী, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক এম এ হাফিজ, পরিচালক মো. আবুল শাহজাহান, পরিচালক কাজী মাহজাবিন মমতাজ, পরিচালক মাহফুজা রহমান বেবী, পরিচালক সোমা ঘোষ, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, পরিচালক মো. আতারুল ইসলাম ও পরিচালক অরুণ কুমার কুন্ডু। এ ছাড়া পরিচালক অঞ্জন কুমার ঘোষ, পরিচালক প্রদীপ কুমার নন্দী, স্বতন্ত্র পরিচালক বীরেন্দ্র কুমার সোম, পরিচালক সত্য গোপাল পোদ্দার, স্বতন্ত্র পরিচালক মোস্তফা আমিনুর রশীদ ও পরিচালক মোস্তফা সাহেব, গ্রিনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এমডি মিলন কুমার দাস, জিঅ্যান্ডজি এন্টারপ্রাইজের মালিক গোপাল চন্দ্র গাঙ্গুলী ও তামিম অ্যান্ড তালহা ব্রাদার্স লিমিটেডের এমডি মো. মুনিরুল ইসলামকে ১৮ আগস্ট ডাকা হয়েছে।
মন্তব্য করুন