- বাংলাদেশ
- স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা প্রদানে চুক্তি স্বাক্ষর
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা প্রদানে চুক্তি স্বাক্ষর

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই জোন এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি এবং কার্নিভাল ইন্টারনেটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কার্নিভাল ইন্টারনেটের পরিচালক মহিউদ্দীন রাস্তি মোরশেদ এবং বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া এই চুক্তিনামায় স্বাক্ষর করেন।
কার্নিভাল ইন্টারনেটের পরিচালক মহিউদ্দীন রাস্তি মোরশেদ বলেন, দেশের মানুষের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির চলমান উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে কার্নিভাল ইন্টারনেট গর্বিত।
মন্তব্য করুন