বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো বুধবার থেকে খুলে দেয়া হচ্ছে। পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। 

এক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট।

ঢাকায় ভারতীয় হাইকমিশন মঙ্গলবার দুপুরে তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।