- বাংলাদেশ
- বুধবার থেকে পূর্ণ ধারণক্ষমতা নিয়ে চলবে নৌযান
বুধবার থেকে পূর্ণ ধারণক্ষমতা নিয়ে চলবে নৌযান

ফাইল ছবি
আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং পূর্ণ ধারণক্ষমতা নিয়ে নৌযান চলাচল করবে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্য অধিপ্তরের ঘোষিত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে অপর এক আদেশে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আদেশ বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বাড়ানো সংক্রান্ত বিআইডব্লিউটিএ'র আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন