- বাংলাদেশ
- ২০২২ সালের এইচএসসি: ফের শুরু হলো অ্যাসাইনমেন্ট
২০২২ সালের এইচএসসি: ফের শুরু হলো অ্যাসাইনমেন্ট

করোনার কারণে স্থগিত থাকা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বুধবার আবার চালু হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। ইতোমধ্যে গ্রিডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা রোধে বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। লকডাউন তুলে নেওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তা ফের চলমান থাকবে।
মন্তব্য করুন