- বাংলাদেশ
- পিয়াসা জিমি ও কবির কারাগারে
পিয়াসা জিমি ও কবির কারাগারে

ফারিয়া মাহবুব পিয়াসা ও জুনায়েদ করিম জিমি
মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর মুখ্য হাকিম বাকী বিল্লাহ বুধবার উভয়পক্ষের শুনানি শেষে তাদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এর আগে গুলশান ও ভাটারা থানায় করা পৃথক দুটি মাদক মামলায় রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করে ১০ দিনের ফের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ড চায় সংস্থাটি।
পাশাপাশি পরীমণির বিরুদ্ধে করা মামলার অপর আসামি কবির হোসেনের পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি।
গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি গোয়েন্দা পুলিশ। এরপর গত ৬ আগস্ট রাতে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়েছে। পরদিন আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন