আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার পর দেশটির একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তালেবান। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশি ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ দেশে ফিরিয়ে আনছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র‍্যাক কর্মী কাজ করছেন। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমানে আফগানিস্তানে অবস্থান করা ৯ জন বাংলাদেশির মধ্যে তিনজন শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন। বাকি ৬ জন ২২ আগস্টের মধ্যে রওনা দেবেন। 

প্রসঙ্গত, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় ১৯ বছর ধরে দেশটিতে কাজ করছে ব্র‍্যাক ইন্টারন্যাশনাল।