একটি কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলেন, সেই রহস্য উন্মোচনসহ নেপথ্যের কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। তারা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিছু খুনির রায় কার্যকরও হয়েছে। কিন্তু এখনো অনেকে বিভিন্ন দেশে পলাতক রয়েছে। তাদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকরও করতে হবে।

শনিবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা এই দাবি জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ দিন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে রাজধানীর বসন্ধুরা সিটির সামনে থেকে শোক মিছিল মিছিল বের হয়ে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযাদ্ধা সংসদ নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল হাইয়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন বীরপ্রতীক, তাজুল ইসলাম, কমান্ডার আবুল বাসার, মেজবাহ উদ্দিন চৌধুরী, এবি সিদ্দিক মোল্লা, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক নয়ন, রশিদ মন্ডল রানা প্রমুখ।

সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজধানীর তেজগাঁও শাহপন্থী শাহ মাজার মসজিদ ও এতিমখানায় কোরআনখানি মিলাদ ও দোয়া মাহফিল এবং এক হাজার গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।