- বাংলাদেশ
- গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে ২০ বাংলাদেশি মনোনিত
গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে ২০ বাংলাদেশি মনোনিত

বিশ্ব আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর দুবাইয়ের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিতব্য গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে পুরস্কার পেতে বিশ্বের ৩১টি দেশ থেকে আবেদনকারীদের মধ্যে ২০ জন বাংলাদেশিসহ মোট ৪৮ জন মনোনিত হয়েছেন।
দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ৬ ক্যাটাগারিতে মোট ১৮ জন সাহসী, সৃজনশীল উদ্যোক্তা ও নেতাকে সম্মাননা প্রদান করা হবে। গত রোববার মনোনোয়ন আবেদনের কার্যক্রম শেষ হয়।
আয়োজনের বিষয়ে বিডিএসআইফ ও ডিএসআইএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলী আকবর বলেন, মূলত যাদের অনুকরণীয় প্রচেষ্টা অন্যদের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে এবং শান্তি ও মানবিক সেবার সংস্কৃতিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছে তাদেরকেই এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। মূল আয়োজনেই বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ইন্টারফেইথ লিডারশিপ, লিডারশিপ ইন স্ট্রেনথেনিং ফ্যামেলিস, আউটস্টান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড, গুড গভার্নেন্স অ্যাওয়ার্ড, ইনোভেটিভ স্কলারশিপ ফর পিস এবং গ্লোবাল পিস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই মনোনয়ন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি
মন্তব্য করুন