- বাংলাদেশ
- রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সে দেশ সফরে যাচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে ইসি সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত সিএজির চিফ অ্যাকাউন্টস ও ফাইন্যান্স অফিসার বরাবর।
চিঠিতে বলা হয়েছে, সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’ নির্বাচন পর্যবেক্ষণে সরকারি সফরে যাবে। দুই সদস্যের প্রতিনিধি দলের অন্যজন হলেন সিইসির ব্যক্তিগত সচিব (পিএস) আবুল কাসেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।
আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দুমার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুমার নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের প্রতিনিধিদলটি যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিনিধি দলটি ১৬ সেপ্টেম্বরের কাছাকাছি সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশে রওনা দেবে। নির্বাচন পর্যবেক্ষণ শেষে তারা ২১ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।
মন্তব্য করুন