- বাংলাদেশ
- দেড় মাস পর দেশে করোনায় মৃত্যু দেড়শ'র নিচে
দেড় মাস পর দেশে করোনায় মৃত্যু দেড়শ'র নিচে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়ে এক শিশু। ছবি-শরীফুল ইসলাম তোতা
দেড় মাস পর সারাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়শর নিচে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা ২৫ হাজার ২৩ জনে উন্নীত হল।
গত একদিনে নতুন করে ৫ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা দাঁড়াল ১৪ লাল ৫৩ হাজার ২০৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৯২৭টি, আর পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ১৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ২৯ হাজার ৭৯৯টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে পুরুষ ৭৭ জন আর নারী ৬৮ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী আট হাজার ৬২৭ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ছয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।
মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের চার জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন সাত জন করে।
গত একদিনে মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ছয় জন মারা গেছেন।
মন্তব্য করুন