- বাংলাদেশ
- করোনায় জাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমানের মৃত্যু
করোনায় জাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমানের মৃত্যু

অধ্যাপক মুস্তাহিদুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত এই শিক্ষক। মুস্তাহিদুর রহমানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত ৪ আগস্ট করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) স্থানান্তর করা হয়।
সাবেক এই উপাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণে অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের অবদান স্মরনীয় হয়ে থাকবে।’
খন্দকার মুস্তাহিদুর রহমান ১৯৪৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুর রহমান পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ জানুযারী, ১৯৭১ সালে অর্থনীতি বিভাগে যোগদান করেন। সিনেটরদের ভোটে নির্বাচিত হয়ে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তার পাণ্ডিত্যের কারণে শিক্ষার্থীরা তাকে ‘জীবন্ত লাইব্রেরি’ খ্যাতিতে ভূষিত করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মন্তব্য করুন