দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে নয়জন।

এ নিয়ে রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ১৯০ জন ডেঙ্গু রোগী এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের এক হাজার ৯৪ জন ঢাকার এবং ৯৬ জন অন্যান্য বিভাগের হাসপাতালে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ২৭০ জন নতুন রোগীর হাসপাতালে ভর্তির খবর দেয়। এছাড়া মঙ্গলবার এসেছিল ৩২৯ জনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার খবর, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি আগস্ট মাসে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত জুলাইয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল দুই হাজার ২৮৬ জন। কিন্তু এরপর আগস্টের প্রথম ২০ দিনেই ভর্তি হয়েছেন চার হাজার ৮১৪ জন রোগী।

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো এক হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

করোনাভাইরাস মহামারির মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় উদ্বেগে আছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া সাত হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ২৫১ জন আর ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।