- বাংলাদেশ
- পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি
পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

ছবি: ফাইল
খুলনার খালিশপুর, দৌলতপুরসহ দেশের পাঁচটি পাটকলের দৈনিক ভিত্তিক সব শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা।
রোববার সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
এতে বলা হয়, বন্ধ করা ২৫টি পাটকলের মধ্যে খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, আর আর জুট মিল, কেএফডি জুট মিল 'নো ওয়ার্ক নো পে'র ভিত্তিতে পরিচালিত। এই পাঁচটি জুট মিলের মধ্যে খালিশপুর ও দৌলতপুর জুট মিল খুলনা জেলায় অবস্থিত। পাটকল বন্ধ হওয়ার আগ পর্যন্ত মিলের শ্রমিকরা মজুরি কমিশনের সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। তবে পাটকল বন্ধের প্রায় ১৪ মাস অতিবাহিত হওয়ার পরও পাঁচটি মিলের শ্রমিকরা কোনো টাকা পাননি। সরকার ঘোষিত দুই মাসের লকডাউনের টাকা থেকেও শ্রমিকরা বঞ্চিত হয়েছেন।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন খালিশপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমীন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ।
মন্তব্য করুন