- বাংলাদেশ
- ক্লিনিকে টিকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আসামি রিমান্ডে
ক্লিনিকে টিকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আসামি রিমান্ডে

রাজধানীতে ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারকে দুই দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
গত ১৮ আগস্ট ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে দক্ষিণখানের একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
পুলিশ জানিয়েছে, ক্লিনিকটিতে অভিযান চালানোর সময় মডার্নার টিকার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। এ ছাড়া মডার্নার টিকার খালি বাক্সও পাওয়া যায়। বিজয়ের বিরুদ্ধে দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন