- বাংলাদেশ
- মিটফোর্ড হাসপাতালে ভারতীয় নারী কারাবন্দির মৃত্যু
মিটফোর্ড হাসপাতালে ভারতীয় নারী কারাবন্দির মৃত্যু

উর্মিলা নামের এক ভারতীয় নারী বন্দির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪৫ বছর বয়সী উর্মিলা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত তিন বছর ধরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ১২৩২/১৮।
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, ভারতীয় নাগরিক উর্মিলাকে ১৯ আগস্ট মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছিল কারা কর্তৃপক্ষ। তিনি যক্ষ্ণা রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার রক্তশূন্যতাও ছিল।কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন সমকালকে বলেন, ঢাকার বিমানবন্দর থানায় ওই বিদেশি নারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৮ সালের মে মাস থেকে তিনি কারাবন্দি ছিলেন।
কারা সূত্র জানায়, উর্মিলার বাবার নাম মদন পাল। তবে তার পুর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। বিমানবন্দর থানায় জাল মুদ্রা ও অবৈধ দ্রব্যসহ তিনি আইন শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের মামলাটির বিচার কার্যক্রম চলছে।
কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের ডিআইজি মোহাম্মদ তৌহিদুল ইসলাম সমকালকে বলেন, ওই নারীর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিদেশি বন্দি হওয়ায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
মন্তব্য করুন