লিভার সিরোসিসে আক্রান্ত দরিদ্র ও মেধাবী তরুণ নয়ন শেখ বাঁচতে চান। চিকিৎসার জন্য সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিদের সহায়তা চেয়েছেন তিনি। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের শাহীন শেখের ছেলে নয়ন শেখ দীর্ঘদিন ধরে এ ব্যাধিতে ভুগছেন। নয়ন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

২৫ বছরের নয়ন বাগেরহাটের ফকিরহাটের কাজী আজহারউদ্দীন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজে অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে আত্মীয়স্বজনের সহায়তায় চিকিৎসা নিলেও বর্তমানে তার পরিবারের পক্ষে চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে কৃষক বাবা শাহীন শেখের আর্থিক অবস্থাও সংকটাপন্ন। পরিবারের দৈনন্দিন খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় মানুষের কাছে সহায়তা চেয়েছেন নয়ন শেখ ও তার পরিবার। তাকে ০১৭৩২১৩০৮৯৯ এই বিকাশ নম্বরে অথবা ডাচ্‌-বাংলা ব্যাংকের বাগেরহাট শাখার ২৭৯১৫২৬১ এই সঞ্চয়ী হিসাবে সহায়তার অর্থ পাঠানো যাবে।