সারাদেশে একদিনে আরও ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৮ হাজার ৩১৭ জন হাসপাতালে ভর্তি হলেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৩ জন ঢাকার বাইরে ও অন্যরা ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমানে সারাদেশে ১ হাজার ১৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৯ জন। চলতি বছরে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ১৩৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৩৭ জন।