- বাংলাদেশ
- চলতি বছর ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল
চলতি বছর ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন -ফাইল ছবি
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১৩ জন, অন্যরা ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ১ জানুয়ারি থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। বর্তমানে সারাদেশে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১৫০ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৪২ জন।
আইইডিসিআর সূত্র জানায়, গত জানুয়ারি মাসে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুন মাসে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪৩২ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব স্থাপনায় মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানাও করা হচ্ছে। কিন্তু তারপরও এডিস মশা নিয়ন্ত্রণে আসছে না।
মন্তব্য করুন