- বাংলাদেশ
- সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি কাউন্সিলর পীযুষের আত্মসমর্পণ
সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি কাউন্সিলর পীযুষের আত্মসমর্পণ

মোস্তাফিজুর রহমান পীযুষ- সমকাল
শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল ও পারকোলা গ্রামের বৃদ্ধ কৃষক আজগর আলী হত্যা মামলার আসামি পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযুষ আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সকালে শাহজাদপুর চৌকি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালেও জেষ্ঠ বিচারকি হাকিম মো. গোলাম আম্বিয়া জামিন নামঞ্জুর শেষে পীযুষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এদিকে, আদালত চত্বরে পীযুষের সমর্থক ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে সকালে আকস্মিক হট্টগোল ও বিশৃঙ্খলা ঘটে। পীযুষ ও তার সহোদরদের ওপর হামলারও ঘটনা ঘটে। বিশৃঙ্খলা ও হট্টগোল নিয়ন্ত্রণে পুলিশ ব্যার্থ হওয়ায় আদালত চত্বরে নিরাপত্তার বিঘ্ন ঘটে। হামলার ঘটনাটি পুর্বপরিকল্পিত, না-কি জামিন নামাঞ্জুরের সাথে সম্পর্কীত, তাও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মহামান্য উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পীযুষ গত বছর এপ্রিল মাসে শাহজাদপুরে পারকোলার নিজ গ্রামে আসেন। গ্রামে এসে সরকারি খাস পুকুরের ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর (কমিশনার) বেল্লাল হোসেনের সঙ্গে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়েন পীয়ুষ। গত বছরের ৩ মে পীযুষ ও তার সহোদরদের মারপিটের আঘাতে কৃষক আজগর আলী মারা যান। আজগর আলী খুনসহ প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ফসল লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা দু’টি মামলায় আসামি হন পীযুষ ও তার সহোদরগন।
এ দিকে, মামলা দায়েরের পর থেকেই পীযুষ পলাতক ছিলেন। পলাতক থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে বিজয়ী হন। টানা ১৬ মাস পালিয়ে থাকার পর আজ আত্মসমর্পণ করেন পীযুষ।
শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক বলেন, আদালত চত্বরে দুর্বল নিরাপত্তার কারণে মঙ্গলবার সকালের অনাঙ্ক্ষিত ঘটনাটি সত্যিই ন্যাক্কারজনক।
কোর্ট ইন্সপেক্টর আসলাম হোসেন বলেন, ‘আদালত চত্বরে নিরাপত্তায় স্বল্প সংখ্যক পুলিশ থাকলেও পীযুষকে কারাগারে প্রেরণে সমস্যা হয়নি। আদালত চত্বরে হট্টগোল-বিশৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে।’
মন্তব্য করুন