বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ জয়লাভ করায় এ অভিনন্দন জানান সরকারপ্রধান। 

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতলো বাংলাদেশ। বুধবার শুরুতে ব্যাট করে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে মাহমুদউল্লাহরা।