- বাংলাদেশ
- জাপানি মাকে নিয়ে আপত্তিকর ভিডিও সরাতে নির্দেশ
জাপানি মাকে নিয়ে আপত্তিকর ভিডিও সরাতে নির্দেশ

জাপানি নাগরিক ডা. নাকানো এরিকো ও তার দুই শিশুসন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়ানো 'অবমাননাকর, আপত্তিকর' ভিডিও এবং ফ্ল্যাটের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার বিটিআরসিকে ওই সব কনটেন্ট সরানোর নির্দেশ দেন।
পাশাপাশি ওই ফ্ল্যাটের ভেতরে কারা এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) 'সাইবার পুলিশ সেন্টারকে' নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে জাপানি মায়ের পক্ষে করা পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম। এদিন আদেশে সন্তানদের সঙ্গে মা-বাবার থাকা এবং তাদের সময় কাটানোর বিষয়টি সুনির্দিষ্ট করে দিয়েছেন আদালত। আদেশে বলা হয়েছে, আগামী ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর রাতে ওই বাসায় মেয়েদের সঙ্গে শুধু মা থাকবেন। বাকি অন্যান্য দিন বাবা-মা দু'জনেই শিশুদের সঙ্গে থাকতে পারবেন। তাছাড়া মা-বাবা চাইলে দুই সন্তানকে নিয়ে আনন্দঘন পরিবেশে বেড়াতে, শপিংমলে কেনাকাটা করতে এবং বাইরে খেতেও পারবেন।
দুই মেয়েকে নিজের জিম্মায় পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট জাপানি নারীর করা রিটের শুনানি শেষে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এরপর ইমরান শরীফের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য ধার্য রেখে আদালত সেদিন বলেছিলেন, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে। কোনো পক্ষ থেকে অভিযোগ উঠলে পরে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। কিন্তু সাত দিনের মাথায় গত সোমবার ওই আদেশ পরিমার্জন (মোডিফিকেশন) চেয়ে আদালতে আবেদন করেন নাকানো এরিকোর আইনজীবী। ওই আবেদনে দুই মেয়ের সঙ্গে মা এরিকোকে রাতে থাকতে দেওয়া এবং মেয়েদের নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার অনুমতি চাওয়া হয়। পাশাপাশি মেয়েদের সঙ্গে বাবা ইমরান শরীফের সময় কাটানোর সময় ঠিক করে দেওয়ার আর্জি জানানো হয়। এ ছাড়া ব্যক্তির গোপনীয়তা রক্ষায় ওই ফ্ল্যাটে ইমরান শরীফের বসানো সিসি ক্যামেরাও অপসারণের নির্দেশনা চাওয়া হয়।
গত ৩১ আগস্ট হাইকোর্টের দেওয়া আদেশের পর ১ সেপ্টেম্বর থেকে গুলশানের একটি ফ্ল্যাটে থাকছেন জাপান থেকে আসা দুটি কন্যাশিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ওই বাসায় তাদের রাখার প্রস্তাবের পর আদালত এ আদেশ দেন। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ফ্ল্যাটের ভাড়া উভয় পক্ষ বহন করবে।
মন্তব্য করুন