
জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ভেসে উঠে ভেতরে থাকা গাড়িগুলো। ছবি: সমকাল
মোংলা বন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে 'মালয়েশিয়া স্টার' নামে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি নিয়ে জাহাজটি বন্দর জেটিতে ভেড়ার পর তলা (হ্যাচ) ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। এতে জাহাজে থাকা গাড়িগুলোও ভেসে ওঠে। বুধবার বিকেল নাগাদ পাম্প দিয়ে পানি অপসারণ করা হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অ্যানশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড ও মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, মালয়েশিয়া স্টার নামের জাহাজটি আমদানিকৃত গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর বন্দরের জেটিতে ভেড়ে। জাহাজ থেকে গাড়ি খালাস শুরুর পর মঙ্গলবার রাতে এর তলা ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে পড়ে। বুধবার বিকেলে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। জাহাজের মধ্যে এখন কোনো পানি নেই। জাহাজে থাকা সব গাড়ি নামিয়ে ফেলা হয়েছে। জাহাজটির ছিদ্রও মেরামত করা হয়েছে। কিছু গাড়ি পানিতে নিমজ্জিত হয়েছিল। তাতে তেমন কোনো ক্ষতি হয়নি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিনিধি ওহিদুজ্জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন আমদানিকারকের ৬৩৯টি গাড়ি নিয়ে জাহাজটি বন্দরে আসে। পানিতে ১৬টি গাড়ি সামান্য ভিজেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মন্তব্য করুন