- বাংলাদেশ
- আরও ২৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
আরও ২৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ২৫৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ১২ হাজার ৬৯০ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২১২ জন রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজধানীর বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪৪ জন। চলতি বছরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছাড়া পেয়েছেন ১১ হাজার ৩৯৫ জন। বর্তমানে সারাদেশে মোট এক হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ৮৮ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানো ছাড়াও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা এবং মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হচ্ছে।
মন্তব্য করুন