- বাংলাদেশ
- পাসপোর্টের দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
পাসপোর্টের দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে তাদের আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদক উপপরিচালক আবুবকর সিদ্দিক।
এ দুই কর্মকর্তা হলেন- অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) আবু সাইদ ও উপপরিচালক (পার্সোনালাইজেশন সেন্টার) রাজু আহমেদ।
চট্টগ্রাম কাস্টমসের আরও সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ : রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের সঙ্গে যুক্ত আরও সাত রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক নাসির উদ্দিন।
এই সাত কর্মকর্তা হলেন- জিন্নাতুন ফেরদৌস, হাবিবুল ইসলাম, খায়রুল আলম, এটিএম মেহেদী হাসান, ইন্দ্রজীত মুখার্জি, এএসএম মোশারফ হোসেন ও মেহেরাব আলী। তাদের বিরুদ্ধে বদলিকৃত দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাত সিঅ্যান্ডএফ এজেন্টের সহায়তায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত মালপত্র খালাস করে ৮৫০ কোটি টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন