- বাংলাদেশ
- ৪৯ 'গায়েবি' মামলা: তিন বাদীর অস্তিত্ব পেয়েছে সিআইডি
৪৯ 'গায়েবি' মামলা: তিন বাদীর অস্তিত্ব পেয়েছে সিআইডি

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে অর্ধশত 'গায়েবি' মামলার তিনজন বাদী ও সাক্ষীর নাম-ঠিকানাসহ তাদের পরিচয় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা চারটি মামলার বাদী এবং ১১টি মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন বলে সিআইডির প্রতিবেদনে জানানো হয়।
ওই তিনজন হলেন- শাখারুল কবীর ওরফে ইকবাল, ফারুকুর রহমান, মফিজুল ইসলাম ওরফে জামাই মফিজ। তাদের মধ্যে শাখারুল একটি মামলার বাদী এবং তিনটি মামলার সাক্ষী। ফারুকুর রহমান একটি মামলার বাদী ও সাতটি মামলার সাক্ষী। মফিজুল দুটি মামলার বাদী ও একটি মামলার সাক্ষী। আরও অন্তত ২০ ব্যক্তি গায়েবি এসব মামলার সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেছে সিআইডি।
বুধবার একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বসির এ তথ্য জানিয়ে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সিআইডির এ-সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে এসে পৌঁছেছে। এ বিষয়ে আগামী রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
হাইকোর্টে আসা প্রতিবেদনে বলা হয়েছে, রিট আবেদনকারীর বিরুদ্ধে ঢাকার ভেতরে ও বাইরের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হয়েছে। এর মধ্যে ২৩টি জিআর মামলা এবং ২৬টি সিআর মামলা। যার মধ্যে ৩৫টি মামলা থেকে আসামি একরামুল আহসান কাঞ্চন খালাস পেয়েছেন। খালাস পাওয়া মামলাগুলোর মধ্যে ১৫টি জিআর এবং ২০টি সিআর। বাকি ১৪টি মামলা বিচারাধীন। বিচার চলমান থাকা মামলাগুলোর মধ্যে আটটি জিআর এবং ছয়টি সিআর মামলা। এ ছাড়া রিট পিটিশনে পক্ষভুক্ত ২০ ব্যক্তিসহ আরও অনেকের তথ্য পাওয়া গেছে। তারা হাইকোর্টে আবেদনকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় বাদী ও সাক্ষীর ভূমিকায় রয়েছেন।
এর আগে গত ১৪ জুন গায়েবি মামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই আলোকে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রতন কৃষ্ণ নাথের স্বাক্ষর করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন