কামরাঙ্গীরচর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গ্রহণ করেছেন আদালত। 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন ডিবি পুলিশের দেওয়া অভিযোগ গ্রহণ করেন। পাশাপাশি চার্জ গঠনের ওপর শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।

সাংবাদিক কাজলের আইনজীবী জায়েদুর রহমান জানান, এ মামলায় উচ্চ আদালত কাজলের জামিন মঞ্জুর করেন। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে  মঙ্গলবার শেরেবাংলা নগর থানা এবং গত ২৪ মার্চ হাজারীবাগ থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাজলের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন একই আদালত।