- বাংলাদেশ
- ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের
ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের

ফাইল ছবি
ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কমিটি। মঙ্গলবার বিকেলে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে।
হাফিজুর রহমান বলেন, ‘কমিটির সিদ্ধান্ত হচ্ছে ইভ্যালি আইন অমান্য করেছে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি দায়িত্ব না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘ইভ্যালির দায় ও সম্পদের মধ্যে ব্যপক পার্থক্য আছে। এই টাকা কোথায় গেল তা একটি বড় বিষয়। অন্যদিকে গ্রাহককে সময়মত পণ্য সরবরাহ না করে প্রতারণা করেছে তারা। এ জন্য তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ভোক্তা অধিকার আইন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
মন্তব্য করুন