জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসা বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসংবলিত সংকলন 'স্মৃতিতে সতত উজ্জ্বল বঙ্গবন্ধু' শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গ্রন্থটি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধবিষয়ক সচিব খাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রন্থটির তথ্য ও গবেষণা পরিষদের সদস্য এম এন কোরেশী।

সংকলনে বঙ্গবন্ধুর সংস্পর্শে আসা বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, কামাল লোহানী, রাশেদ খান মেনন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ফজলুর রহমান খান ফারুক, হাসানুল হক ইনু, শেখ শহীদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, আকবর আলি খান, আবু তোয়াব খান, সুব্রত বড়ূয়া, আশফাকুর রহমান খান, শামসুল আলম বীরউত্তম, বদরুল আলম বীরউত্তম, জাফর ইমাম বীরবিক্রম, হামিদুল হোসেন তারেক বীরবিক্রম, কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, ওয়াকার হাসান বীরপ্রতীক, হাবিবুল আলম বীরপ্রতীক এবং আলমগীর সাত্তার বীরপ্রতীকের স্মৃতি তুলে ধরা হয়েছে। ১৮০ পৃষ্ঠার এই গ্রন্থটিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশকিছু দুর্লভ ছবিও স্থান পেয়েছে। প্রকাশনা সংস্থা 'মাটি আর মানুষ, কথাপ্রকাশ' থেকে প্রকাশিত গ্রন্থটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ছোট একটি গ্রন্থের মাধ্যমে বঙ্গবন্ধুর বিশালতাকে তুলে ধরা কঠিন। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর সঙ্গে স্মৃতি তুলে ধরে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন সব দিকেই দক্ষ একজন রাষ্ট্রনায়ক। তার সাড়ে তিন বছরের শাসনামল এর উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু পৃথিবীতে একমাত্র নেতা যিনি তার জীবদ্দশায় একাধারে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতা যুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন। গ্রন্থ প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, গ্রন্থের সব লেখার বিষয়ে হয়তো আমরা একমত নই। তবে লেখকেরও স্বাধীনতা রয়েছে। আমরা সেভাবেই সম্পাদনা করে প্রকাশ করেছি।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।