- বাংলাদেশ
- চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ, আহত ৪
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলভী নামে এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চকবাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চকবাজার থানার এসআই ইয়াছমিন আখতার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বড় ধরনের কোনো সংঘাত হয়নি।
এ ব্যাপারে কথা বলতে কলেজ সভাপতি মাহমুদুল করিমকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, সকালে হঠাৎ মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে চারজন আহত হয়েছেন। আমরা আইনি পদক্ষেপ নেব।
মন্তব্য করুন