- বাংলাদেশ
- 'কোয়াডের সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই'
'কোয়াডের সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই'

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার
যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা ফোরাম 'কোয়াড'র সদস্য সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত 'ডিক্যাব টকে' অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার প্রত্যাশা রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হবে না। ডিক্যাব সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মইনুদ্দিন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, সংবাদমাধ্যমে খবর এসেছে কোয়াডের সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, কোয়াডের সদস্যগুলো নিজেদের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। কভিড-১৯ মহামারির সময়ে এ সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার বিষয়েও সদস্যগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কোয়াডের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, নিরাপদ ও সমৃদ্ধ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাংলাদেশের অগ্রগতির জন্যও সহায়ক বলে তিনি মনে করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, অস্ট্রেলিয়া মনে করে, রোহিঙ্গাদের মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনের মধ্য দিয়েই এ সংকটের সমাধান হবে। ক্যানবেরা এ সমস্যার সমাধানে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম দিল্লি থেকে পরিচালিত হচ্ছে। অস্ট্রেলিয়ার নিজস্ব নিয়ম অনুযায়ী ভিসার আবেদন গ্রহণ ও বিবেচনা করা হয়। ভিসা কার্যক্রম ঢাকায় ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
মন্তব্য করুন