দলীয় নির্দেশ অমান্য করে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করায় দলের ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনকে বহিষ্কার করেছে জাতীয় পার্টি (জাপা)। খোকনের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে তিনি 'আর্থিক সুবিধা' নিয়ে নির্বাচন থেকে সরে গেছেন, 'বিক্রি' হয়েছেন তিনি। জাপার কুমিল্লা উত্তর জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী।

সাবেক ডেপুটি স্পিকার আশরাফ আলীর মৃত্যুতে শূন্য কুমিল্লা-৭ আসনে আগামী ৭ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, জাপার লুৎফুর রেজা খোকন এবং ন্যাপের মনিরুল ইসলামের প্রার্থিতা বৈধ হয়। গত বৃহস্পতিবার খোকন ও মনিরুল প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন।

এর আগে কুমিল্লা-৫ এবং ঢাকা-১৪ আসনের উপনির্বাচনেও জাপার প্রার্থীরা সরে দাঁড়িয়েছিলেন। তখনও অভিযোগ এসেছিলে লাঙ্গলের প্রার্থীরা 'বিক্রি' হয়েছেন নৌকাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে। ওই প্রার্থীকেও বহিস্কার করেছিল জাপা। কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত করেছিল।

লুৎফুর রেজা খোকন কুমিল্লা উত্তর জেলারও সভাপতি। দলীয় মনোনয়ন পাওয়ার আগে কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি আশ্বস্ত করেছিলেন শেষ পর্যন্ত মাঠে থাকবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করার পর তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। কোথায় আছেন তাও জানা যায়নি। তাই তার বক্তব্য জানা যায়নি।

তবে জাতীয় পার্টির একাধিক সূত্র সমকালকে জানিয়েছে, গত মঙ্গলবারই দলের নেতাদের লুৎফুর রেজা খোকন জানিয়েছিলেন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। জাপার একজন নেতা জানিয়েছেন, তারা শুনেছেন ৩০ লাখ টাকা নিয়ে সরে গেছেন খোকন। তবে এসব জনশ্রুতির সত্যতা যাচাই করা যায়নি।