কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করার দু'দিন পর এবার নির্বাচনী মাঠে থাকা ন্যাপের প্রার্থী মনিরুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। শনিবার জেলা রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তিনি এ আবেদন করেন। এর ফলে এই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে আর কোনো বাধা রইল না।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম সমকালকে বলেন, দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন, কারও চাপে নয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির লুৎফর রেজা খোকন এবং সর্বশেষ ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ভোটের মাঠে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। বিধি মোতাবেক নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বিজয়ী হতে যাচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশসহ আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন বরাবর তথ্য পাঠানো হবে।

কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গত ৩০ জুলাই আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণের দিন ধার্য ছিল।