- বাংলাদেশ
- ৯ পৌরসভার ৭টিতে আ'লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
৯ পৌরসভার ৭টিতে আ'লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

দেবীগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন -সমকাল
দেশের বিভিন্ন স্থানে ৯টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোট নেওয়া হয়। ৯টি মেয়র পদের মধ্যে তিনটিতে আগেই আওয়ামী লীগ মনোনীতরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ছয়টির মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে বিপুল বিজয় পেয়েছে আওয়ামী লীগ। ১৬০ ইউপির চেয়ারম্যান পদের মধ্যে ১৩১টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।
এর আগে দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও সহিংসতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ সম্পন্ন হয়। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই ভোটে বিএনপি প্রার্থী না দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে লড়াইয়ে ছিলেন জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে বিএনপির কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনী লড়াইয়ে ছিলেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, প্রার্থী ও তাদের সমর্থকদের অতি আবেগের কারণেই নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে।
৯ পৌরসভার মেয়র পদের বিজয়ীরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট আওয়ামী লীগের আবদুল মালেক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা, মহেশখালীতে আওয়ামী লীগের আলহাজ মকছুদ মিয়া, চকরিয়ায় আওয়ামী লীগের আলমগীর চৌধুরী, ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগের অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের জহুরুল হক (বিনা প্রতিদ্বন্দ্বিতা) নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী আবু বক্কর সিদ্দিক, যশোরের নওয়াপাড়ায় আওয়ামী লীগের সুশান্ত কুমার শান্ত, চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী জহুরুল ইসলাম জহুর নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন