- বাংলাদেশ
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল

ফাইল ছবি
শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ শর্ত শিথিল করেছে মালয়েশিয়া সরকার।
মঙ্গলবার ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কয়েকটি ক্যাটাগরিতে 'কেস বাই কেস' ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার ভ্রমণের শর্ত ষিথিল করা হচ্ছে। মালয়েশিয়ায় বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, দীর্ঘমেয়াদী ভিসা এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাই কেবলমাত্র পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন।
হাইকমিশনের ঘোষণায় বলা হয়, ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃত অনুমোদিত কভিড-১৯ টিকার দুই ডোজ সম্পন্ন থাকতে হবে, পিসিআর ল্যাব পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে এবং মালয়েশিয়া সরকারের সর্বশেষ ঘোষিত বিধি অনুযায়ী অবশ্যই কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন