- বাংলাদেশ
- এবার শ্রেণিকক্ষে ক্লাস নিলেন রাবি শিক্ষক আল মামুন
এবার শ্রেণিকক্ষে ক্লাস নিলেন রাবি শিক্ষক আল মামুন

শ্রেণিকক্ষে ক্লাস নেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন- সমকাল
গাছতলায় প্রতীকী ক্লাসের পর এবার শ্রেণিকক্ষে ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুর ১২টায় তিনি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেন। এর আগে সোমবার তিনি শিক্ষার্থীদের কাছে অনলাইন না-কি সশরীরে ক্লাস করতে ইচ্ছুক, তা জানতে চান। ওই বর্ষের প্রায় সবাই সশরীরে ক্লাস করার পক্ষে মত দেন। পরে রাতে তিনি শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের জানান।
শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এদিন তার ফেসবুকে ক্লাসের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশন দেন, 'দেড় বছর বাদে আজ সরাসরি ক্লাসরুমে গিয়ে ক্লাস নিয়েছি। ক্লাস একটা পারফরম্যান্সও বটে। এ অনুভূতি অন্যরকম। যেন ডাঙায় তুলে রাখা মাছটি জলে নামল!'
বিভাগের চতুর্থ বর্ষের ২০-২৫ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন। তারা জানান, এদিন তাদের শিক্ষক চতুর্থ বর্ষের 'কমিউনিকেশন রিসার্চ-২' কোর্সের 'কেস স্টাডি :কোয়ালেটেটিভ পার্সপেক্টিভ' টপিকসের ওপর আলোচনা করেন।
এর আগে ১৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে গাছতলায় প্রতীকী ক্লাস নেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। সে সময় তার সঙ্গে একমত হয়ে আরও তিন শিক্ষক ক্লাস নেন।
মন্তব্য করুন