- বাংলাদেশ
- ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট দ্রুত চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট দ্রুত চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে দ্রুততম সময়ের মধ্যেই।
মঙ্গলবার (বাংলাদেশ সময়) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সেখানে অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে রয়েছেন।
হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নিউইয়র্কে এসেছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা নিউইয়র্কে এসেছেন, এটা অত্যন্ত সম্মানের। এর ফলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে, আবারও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে।
তিনি আরও জানান, বহু বছর আগে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের।
পরে ফ্লাইটটি বন্ধ হয়ে যায়। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের (বেবিচক) একটি চুক্তি হয়েছে। চুক্তিটি ভালো পর্যায়ে আছে এবং
খুব তাড়াতাড়িই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু হবে বলে তিনি আশা করেন।
তবে ঠিক কবে নাগাদ এই ফ্লাইট চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে জানাতে
পারেননি।
মন্তব্য করুন