- বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ১৯২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ১৯২

মশা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬২ জন। ঢাকার বাইরে ৩০ জন। এ সময় মারা গেছেন তিনজন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৮ হাজার ৯৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৪৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯২২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪৩ জন। অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ১৭৯ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৭১ জন।
মন্তব্য করুন