প্রত্নতত্ত্ববিদ, অনুবাদক, নৃ-বিজ্ঞানী, পুঁথিবিশারদ, ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ১০৪তম জন্মদিন উপলক্ষে সোমবার রাতে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন এশীয় দেশসমূহের স্থপতিদের সংগঠন আর্ক এশিয়ার সভাপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার কন্যা সুফিয়া আতিয়া যাকারিয়া এবং পুত্র মারু শমসের যাকারিয়া। সূচনা বক্তব্য দেন শিল্পী ইশরাত জাহান কাঁকন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রণয় পলিকার্প রোজারিও ও আফসানা আশা। 

সভায় বক্তারা বলেন, দেশের প্রত্নসম্পদ মারাত্মক হুমকির মুখে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রত্নসম্পদ ধ্বংস হচ্ছে। এ সময়ে বরেণ্য প্রত্নতত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের প্রত্নসম্পদ রক্ষায় সবাইকে কাজ করার শক্তি অর্জন করতে হবে।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে স্মরণ করার একটি বড় তাৎপর্য হলো আগামী প্রজন্মের কাছে তার জীবনাদর্শ এবং কর্ম তুলে ধরা। যাতে তার কর্ম ও সাধনা সম্পর্কে সবাই জানতে পারে।

অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ বলেন, আমরা আজ এমন সময়ে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে স্মরণ করছি, যখন দেশের প্রত্নসম্পদ মারাত্মক হুমকির মুখে। ফলে আজকের সময়ে প্রত্নতত্ত্ববিদ যাকারিয়াকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার কন্যা জাকিয়া মাহফুজা যাকারিয় ও সুফিয়া আতিয়া যাকারিয়া এবং ইশরাত জাহান কাঁকন ও অরুনা সরকার।


বিষয় : প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া আ আ ম স আরেফিন সিদ্দিক

মন্তব্য করুন