টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিকের নাম দুর্নীতি মামলার অনুসন্ধান থেকে বাদ দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুই কমিশনার, শিবলী সাদিকসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময় টাকার (কাবিটা) ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে শিবলী সাদিকের বিরুদ্ধে। এ নিয়ে ২০১৭ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে। ২০১৮ সালের ২৫ জানুয়ারি শিবলী সাদিকের নাম অনুসন্ধান থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।