জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০ অক্টোবর। এ উপলক্ষে দুই সপ্তাহব্যাপী আয়োজনের শুরু হচ্ছে ৬ অক্টোবর। গত বছর করোনা মহামারির কারণে ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়নি। এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কমিটি।

সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম অনুষ্ঠানমালার ঘোষণা দেন। অনুষ্ঠানমালায় রয়েছে শিশু আনন্দমেলা, বিচিত্রানুষ্ঠান এবং ২০ অক্টোবর মিনি ম্যারাথন ও র্যা ফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সভায় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গত এক বছরে প্রয়াত ক্লাব সদস্য সাংবাদিকদের স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, গত এক বছরে আমরা জ্যেষ্ঠ সাংবাদিকসহ ৩৪ জন সদস্যকে হারিয়েছি, যা গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি। এটি আমাদের জন্য খুবই বেদনার, খুবই কষ্টের। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ৬ অক্টোবর প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভা হবে। 

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি এখন তুলনামূলকভাবে কিছুটা ভালো। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য রেজানুর রহমান প্রমুখ।