- বাংলাদেশ
- বাংলাদেশি হিন্দুদের-রক্ষায় সিএএ সংশোধনের আহ্বান কংগ্রেস নেতার
বাংলাদেশি হিন্দুদের-রক্ষায় সিএএ সংশোধনের আহ্বান কংগ্রেস নেতার

মিলিন্দ দেওরা
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হিন্দুদের রক্ষায় ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সংশোধনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা।
এক টুইটবার্তায় মিলিন্দ দেওরা বলেছেন, 'বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা বাংলাদেশি হিন্দুদের রক্ষা ও পুনর্বাসনের জন্য সিএএ সংশোধন করতে হবে। বাংলাদেশি ইসলামপন্থীদের সঙ্গে ভারতের মুসলমানদের এক করে দেখার সাম্প্রদায়িক অপচেষ্টাকেও ভারতের দমন ও প্রত্যাখ্যান করতে হবে।'
ইতোমধ্যে বিজেপি জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে এবং বিষয়টি ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) গুরুত্বকে বাড়িয়ে তুলছে।
মন্তব্য করুন