- বাংলাদেশ
- শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য জবিতে কমিটি
শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য জবিতে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করার জন্য মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুর মোহাম্মাদ কে আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজীকে সদস্য সচিব করে মোট ৫ সদস্যের কাউন্সিলিং কমিটি করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যারা হলেন, জবির ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সানজিদা খান ও জবির মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম।
এই কমিটি কাউন্সিলিং-এ অভিজ্ঞদের নিয়ে টিম গঠন করবে।
মন্তব্য করুন