কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষিখাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’  বুধবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনেক ফসল উদ্বৃত্ত রয়েছে। এগুলোকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে চাই। কিন্তু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে। এক্ষেত্রে এডিবির সহযোগিতা প্রয়োজন।’

এ সময় পূর্বাচলের ২ একর জমিতে আধুনিক প্যাকিং হাউজ ও টেস্টিং ল্যাব স্থাপনে এডিবির আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতা চান মন্ত্রী। বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।