ফি কমানোসহ ১৭ দফা দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে চলছে সাধারণ শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন। সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত ২৬ অক্টোবর থেকে পরীক্ষার ফি, ভর্তি ফি, কেন্দ্র ফি কমানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। প্রশাসন আমাদের উপর অন্যায়, জুলুম চাপাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ফি কম হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বেশি নিচ্ছে। যা মেনে নেওয়া হবে না। 

এ বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্য ড. মোহাম্মদ শাজাহান জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে এখনই একাত্মতা ঘোষণা করবেন না। তবে তিনি ফি কমানো হয়েছে দাবি করে বলেন, একেবারেই ফি কমেনি তা না। অনেকটাই, অনেক জায়গায়ই কমেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে রিজেন্ট বোর্ড যে সিদ্ধান্ত দেবে, আমাদের সবাইকেই তা মানতে হবে।

এদিকে উপাচার্যের অফিস সূত্রে জানা গেছে, আজ উপাচার্য ঢাকা থেকে গোপালগঞ্জ আসবেন। দুপুরের পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মঙ্গলবার।