২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশে সর্বমোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি থাকছে। বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানান, ঐচ্ছিক ছুটি ধর্মীয় উৎসবের জন্য তিন দিন। আর পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে যে নৃগোষ্ঠী আছে, তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দু'দিন ঐচ্ছিক ছুটি থাকবে।