- বাংলাদেশ
- অ্যাপ ছাড়া রাইড শেয়ারিং চালালে ব্যবস্থা: বিআরটিএ
অ্যাপ ছাড়া রাইড শেয়ারিং চালালে ব্যবস্থা: বিআরটিএ

ছবি: ফাইল
অ্যাপ ছাড়া চুক্তিতে মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী বহন করলে ব্যবস্থা নেবে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দেওয়ার জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ প্রণয়ন করেছে। এ নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট নেওয়ার পর রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সেবা প্রদান ও গ্রহণ এবং সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায়ের শর্ত রয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় চালক নীতিমালার শর্ত পালন করছেন না। তারা শর্ত পালন না করে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা নীতিমালার পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতিমালা অমান্য করে চালানো রাইড শেয়ারিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়-সংক্রান্ত যে কোনো অভিযোগ বিআরটিএর প্রধান কার্যালয়ের রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালককে (প্রকৌশল) জানানো যাবে। অভিযোগ জানানোর জন্য ০১৭১৪৫৫৬৫৭০, ০২-৫৫০৪০৭০৪৫ এই নম্বরে অথবা ade.ride@brta.gov.bd এই ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
মন্তব্য করুন