- বাংলাদেশ
- 'এসডিজি অর্জনে তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই'
'এসডিজি অর্জনে তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই'

আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বৃহস্পতিবার বাংলাদেশ এনজিওস ফর নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও তথ্য কমিশনের উদ্যোগে কমিশনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় কানেকটিং এন্ড এমপাওয়ারিং জাস্ট, ইনক্লুসিভ এবং পিসফুল সোসাইটি প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, ড. আব্দুল মালেক, কমিশনের সচিব সুদত্ত চাকমা, পরিচালক (প্রশাসন) জে আর শাহরিয়ার, সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি মোহাম্মদ নাদিম রহমান এবং বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন