নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় দোয়া মাহফিল করতে গিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক অবরুদ্ধ হয়ে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এ অভিযোগ করেছেন।  

তিনি অভিযোগ করেন, নাখালপাড়ায় আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে। আমরা এখানে এসেছি দোয়া মাহফিল করতে। আমদের দেড়শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। পুলিশ আমাদের বেলা আড়াইটার দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে।

আমি ও আমাদের আহ্বায়ক আমান উল্লাহ আমান আমান ভাইসহ নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে আছি।  ইতোমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে-অভিযোগ করেন তিনি। 

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, বিএনপি নেতাদের অবরুদ্ধ বা আটকের বিষয়ে আমরা কিছু জানি না।